নেত্রকোণায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
সোমবার এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি শিশুদের চিত্রাংকন রবীন্দ্র/নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাতে জেলা পাবলিক হল মিলনায়তনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যে কর্মের উপর আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) কৃতি সাঁতারু মুক্তিযোদ্ধা ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্য, অধ্যাপক বিধান মিত্র প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি সাঁতারু বীর মুক্তিযোদ্ধা ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্যকে সম্মাননা দেয়া হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।