নেত্রকোণায় ধান গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে শুক্রবার দুপুরে ধান গবেষণা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় প্রকল্পের ভিত্তিপ্রস্থরের উদ্ধোধন করা হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহা-পরিচালক ডক্টর মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রনালয়ের কৃষি পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব এ কে এম ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং মো. আশরাফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন। অনুষ্ঠানে মৌগাতী ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।