মানসম্মত চিকিৎসার জন্য স্বদেশ হাসপাতাল মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে

স্টাফ রিপোর্টার :  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটু বলেছেন, মানসম্মত চিকিৎসাসেবার জন্য স্বদেশ হাসপাতাল সর্বস্তরের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিদেশমুখি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারলে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব বলেও মনে করেন তিনি।
সোমবার বিকেলে স্বদেশ হাসপাতালের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বদেশ হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বদেশ হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. শাহাব উদ্দিন আহম্মদ চৌধুরী, সদস্য মাহবুবুল আলম, সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর তাজুল আলম, পরিচালনা পরিষেদের সদস্য ডা. এম করিম খান ও মু. কামরুল হাসান মিলন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাব উদ্দিন আহম্মদ চৌধুরী, ডা. এম এ গফুর, ডা. নজরুল ইসলাম সিদ্দিকী, ডা. এম করিম খান, ডা. এম কে খান, ডা. নুরুল আলম বাশার, ডা. নুরুল ইসলাম আকন্দ, ডা. বেলায়েত হোসেন, ডা. আফজালুর রহমান, ডা. গাজী আবুল হোসেন, ডা. কামরুজ্জাহান পান্ন, ডা. মোস্তফা ফয়সল রাহাতসহ ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক টিটু।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।