কলমাকান্দায় নারী মাদক ব্যবসায়ীসহ আটক -৩ 

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার  কলমাকান্দা থানা পুলিশ ভারতীয় মদ ১৪ বোতল সহ নারীসহ ৩ জনকে আটক করেছে । আটককৃতরা হলো  উপজেলার রংছাতী ইউনিয়নের একই গ্রাম শিংকাটা’র মাদক ব্যবসায়ী মো. মোঃ শাহীদ ওরফে সাইফুল ইসলাম  সাহেেদের স্ত্রী নুরজাহান (৪৫), আঃ কাদিরের ছেলে আল-আমিন (২৩) ও   আঃ  রশিদের ছেলে বোরহান (২১) ।
পুলিশ সূত্রে জানা যায় – গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে  কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল করিমের নেতৃত্বে সহকারী পরিদর্শক (এস,আই) মোঃ আক্রাম হোসেন, সহকারী পরিদর্শক (এস,আই) মারুফুজ্জামান, উপ-সহকারি পরিদর্শক (এ,এস,আই) মো. মনিরুল ইসলাম, ও উপ-সহকারি পরিদর্শক (এ,এস,আই) মো. আরিফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ দল রংছাতী  ইউনিয়নের  শিংকাটা মাদক ব্যবসায়ী সাহেদ এর বাড়ীতে  অভিযান চালায়। পুলিশ প্রশাসনের উপস্হিতি টের পেয়ে মাদকব্যবসায়ী  সাহেদ (৫০) নামে একজন দ্রুত  পালিয়ে যায়। পরে ওই বাড়ী থেকে ভারতীয় মদ বিক্রয়কালীন সময়ে ১৪ বোতলসহ সাহেদর স্ত্রী সহ তিনজন কে আটক করে  থানায় নিয়ে আসেন । পরে পুলিশ বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।  আজ শনিবার বিকেলে আটকৃতদেরকে নেত্রকোনা জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।