নেত্রকোণায় বিএনপির তিন নেতাকর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক সহসভাপতি নূরে আলম ফারাসসহ (৩৫) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

একই মামলায় গ্রেফতার অন্য আসামিরা হলেন, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম নিলু (৫৩) ও জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মাজাহারুল ইসলাম জিকু (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের মালনী রোড ও আবহাওয়া অফিসের সামনে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন বিএনপি নেতারা।

এসময় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি পেট্রোল বোমা উদ্ধার করে বলেও পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন খান জানান, এ ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে থানার উপ-পরিদর্শক (এসআই) ত্রিদিব বীর ও মাজহারুল ইসলাম বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে ওই তিন নেতাসহ ৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।