দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করনীয় শীর্ষক কর্মশালা

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে পপি সীডস্ প্রোগ্রামের আয়োজনে স্ট্রম ফাউন্ডেশন বাংলাদেশ এর সহযোগিতায় দিনব্যাপি দুর্নীতি প্রতিরোধ করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় দেশ প্রেমিক স্বাধীনতার চেতনায় একটি শুদ্ধ সমাজ বিনির্মানের লক্ষে পপি সীডস প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী হাজং সুমন রায় এর সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. আকবর আলী মিয়া তালুকদার এর সভাপতিত্বে মুখ্য আলোচক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। দুর্নীতি মুক্ত জীবন গড়ুন, সততা ও শুদ্ধতার চর্চা করুন এই প্রতিপাদ্যে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, পপি সীডস্ এর প্রোগ্রাম ম্যানেজার মো. ফরিদুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের ভুইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ এস এম শাকুর সাদি, ভেটেনারী সার্জন ডা. নাজনীন সুলতানা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, উপজেলা মানবাধিকার কমিশন সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।