৯ দফা দাবী মেনে নেওয়ায় নাটোরে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি: ছাত্র সমাজের ৯ দফা দাবী মেনে নেওয়ায় নাটোরে আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় সংসদ সদস্যের শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে দিঘাপতিয়া এম কে অনার্স কলেজ থেকে এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাগান উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু । অপরদিকে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আনন্দ মিছিল বের করে। মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়। নিরাপদ সড়ক বাস্তবায়নে ছাত্র সমাজের দেওয়া ৯ দফা দাবী মেনে নেওয়ায় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। মিছিল শেষে তারা প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নিজেদের শ্রেণী কক্ষে ফিরে যায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।