কেন্দুয়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিনামূলে স্কুল ড্রেস বিতরণ

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বীরমুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয়ের নিদৃষ্ট পরিধেয় পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ডাউকী গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্যরা মিলে ১২০ জনকে এই পোশাক বিতরণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন, ভরা ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম, স্কুল শিক্ষক আব্দুল বারেক, বিদ্যালয়ের জমিদাতা মনিরুজ্জামান সোহেল, প্রধান শিক্ষক দীপক চন্দ্র বিশ্বশর্মা, শিক্ষার্থী অভিভাবক মদিনা আক্তার, সাবিকুন্নাহার ও শিক্ষার্থী রাসেল মিয়া প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।