কলমাকান্দায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

বিভাস. কলমাকান্দা থেকে.
নেত্রকোনার কলমাকান্দা থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
বীর মুক্তিযোদ্ধার সন্তান কলমাকান্দা উপজেলার শাখার সমন্বয়ক অঞ্জন সরকার বাবনের সঞ্চালনায় থানার ওসি মোহাম্মদ লুৎফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা পরিষদের সাবেক সদস্য ইদ্রিস আলী তালুকদার, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান চয়ন, মোকাম্মেল হোসেন নয়ন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস প্রমুখ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ মাদকবিরোধী, কিশোর গ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
তিনি বলেন, প্রত্যেক মা-বাবা তাদের সন্তান কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে খোঁজ-খবর রাখা জরুরী। আপনার ছেলে-মেয়ে কি আড্ডা মারছে, মোবাইল ব্যবহার করবে, ইভটিজিং করছে, নাকি মাদকসেবন করছে সে খবর আপনাদেরকে রাখতে হবে। পুলিশ কিশোর গ্যাং, ইভটিজিং ও মাদকের ব্যপারে জিরো টলারেন্স। এ ব্যাপারে তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।