
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা থানা এলাকায় ১০০ মিটার পাকা সড়ক ও রামবুটান ফল গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এসব উদ্বোধন করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, ওসি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।
পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেন, ওসি আবুল কালামকে নির্দেশনা দেওয়া হয়েছিল সড়কটি পাকা করণের জন্য। পরে তিনি উপজেলা পরিষদের মাধ্যমে সড়কটি পাকা করেন। আর এ কাজে বরাদ্দ দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনওকে আন্তরিক ধন্যবাদ জানান।