কলমাকান্দায় আট হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুইজনকে অর্থদন্ড

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সহকারি কমিশনার ভ‚মি মো. শহীদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকসহ পুলিশের একটি দল।
এ অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মৃত আব্দুল হামিদের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫০) ও দুর্গাপুর উপজেলার ডাকুমারার মৃত তমু উদ্দিনের ছেলে মো. মঞ্জুরুল হক (৬৭)।
ভ্রাম্যান আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাজিরপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মূখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবেও বলে তিনি জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।