
বিশেষ প্রতিনিধি: ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নেত্রকোণায় সাংবাদিকদের নিয়ে অরিয়েন্টেশন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের জয়নগর এলাকায় ইপিআই ভবনে সিভিল সার্জন কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণার ভারপ্রাপ্ত সিভিল সার্জন অভিজিত লোহের সভাপতিত্বে মূল্য প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক ফারিয়া ছুটি। এসময় বক্তব্য দেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান কবির, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি প্রাবন্ধিক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমুখ।
সভায় জানানো হয় আগামী ১৮ জুন জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৫০ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪৮ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন-এ প্লাস টিকা খাওয়ানো হবে।