
স্টাফ রিপোর্টারঃ মদন উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ এরঁ ১২তম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ২০১১ সালে বার্ধ্যক জনিত কারণে নিজ বাসায় মারা যান।
উনার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাহাঙ্গীরপুর পৌরসভার নিজ বাসা ও গ্রামের বাড়ি চানগাঁও মড়লপাড়া মসজিদ,মাদ্রাসায় কোরআন খতম,মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
তার বড় ছেলে মদন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা আলহাজ্ব আল মাহবোব আলম ও ছোট ছেলে উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আলহাজ্ব আল মনসুরুল আলম আরিফ বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।