
বিশেষ প্রতিনিধি: “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস উপলক্ষে নেত্রকোণায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল প্রমূখ।