
কলমাকান্দা প্রতিনিধি. নেত্রকোণার কলমাকান্দায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুখ আহমেদ,ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কলমাকান্দা জোনের জোন প্রধান ও জি.এম সৈয়দ ফেরদৌস মিয়া, সহকারি জোনাল ইনচার্জ মঞ্জুরুল হক, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কলমাকান্দা জোনের ইনচার্জ ও এজিএম তামান্না আক্তার, ব্যাঞ্চ ম্যানেজার খাদেজা আক্তার ও কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু প্রমুখ।