
বিশেষ প্রতিনিধি: ‘আমরা নারী, আমরা পারি’ শ্লোগানে প্রতি বছরের মতো এবারও জয়ীতা অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে। দু’টি ক্যাটাগরিতে প্রতিবছর এ পুরষ্কার দেয়া হয়।
সরকারি দায়িত্ব পালনকালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এবছর নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ‘জয়ী’ অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।গত ১৫ অক্টোবর আইসিটি ডিভিশনের সহায়তায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শ্রেষ্ট সরকারি প্রশাসন’ ক্যাটাগরিতে তাকে এ পুরষ্কার প্রদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এ পদক ও সার্টিফিকেট তুলে দেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের পক্ষে পদকটি গ্রহণ করেন তাঁর স্বামী একেএম জহুরুল হক।