নেত্রকোণায় ১৭ টিতে নৌকা ৭ টিতে স্বতন্ত্র ১ টি স্থগিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার ৩ উপজেলার ২৫ ইউপি’র মধ্যে ২৪ টির বেসরকারী ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ১৭ টিতে নৌকা প্রতিকের প্রার্থীরা বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। বাকি ৭ টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। নেত্রকোণার সদরের লক্ষিগঞ্জ ইউপিতে ২ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ফলাফল স্থগিত রয়েছে।এর আগে সদরের মদনপুর ইউপির নৌকা মনোনীত প্রার্থীর মৃত্যজনিত কারণে নির্বাচন স্থগিত করা হয়।নির্বাচন নিবিঘ্ন করতে প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। দিন ভর দ্এুকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নেত্রকোণা সদরের চেয়ারম্যান পদে চল্লিশা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সৈয়ম মাহবুবুল মজীদ (নৌকা), দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে মোঃ সেলিম আজাদ সেলিম (স্বতন্ত্র বিএনপি), মেদনী ইউনিয়নে প্রার্থী আলহাজ¦ মিজানুর রহমান খান (স্বতন্ত্র), কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আমজাদ হোসেন খান (নৌকা), আমতলা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আব্দুর রউফ সবুজ (নৌকা), সিংহের বাংলা ইউনিয়নে মোঃ আলী আহসান সুমন (স্বতন্ত্র), ঠাকুরাকোনা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক (নৌকা), কাইলাটী ইউনিয়নে নাজমুল হক (স্বতন্ত্র,বিএনপি), মৌগাতী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান খান আবুনী (নৌকা), রৌহা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ (নৌকা)।
বারহাট্টার রায়পুরে আতিকুর রহমান রাজু (স্বতন্ত্র বিদ্রোহী), বাউসী শামুসুল হক (নৌকা),বারহাট্টা সদর ইউনিয়নে কাজী সাখাওয়াত হোসেন খান(নৌকা) চিরাম সাইদুর রহমান (নৌকা), সাহতা মিজানুর রহমান চঞ্চল (স্বতন্ত্র বিদ্রোহী)আসমা শফিকুল ইসলাম খান ছন্দু (নৌকা) সিংধা নাসিম তালুকদার (স্বতন্ত্র)।
আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউপিতে মো. আব্দুস সাত্তার (নৌকা), লুনেশ্বরে মো. শাহজাহান কবীর (নৌকা), বানিয়াজানে মো. ফেরদৌস মিয়া (নৌকা), তেলিগাতীতে অখিল চন্দ্র দাস (নৌকা), দুওজ ইউপিতে সাইদুল হক তালুকদার (নৌকা), সুখারীতে মো. শাহজাহান (নৌকা), ও শুনই ইউপিতে মো. রোকন উজ্জামান(নৌকা)।
জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।