নেত্রকোণায় মনন শিক্ষা ও সংস্কৃতি সংসদের কমিটি গঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা শিক্ষার মান উন্নয়ন, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে বিশেষ কার্য সম্পাদন, বার্ষিক শিক্ষা পদক ও বিশেষ ক্ষেত্রে সম্মননা দানের লক্ষ্যে মনন শিক্ষা ও সংস্কৃতি সংসদের নেত্রকোণা জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি শনিবার বিকেলে গঠন করা হয়েছে।
নেত্রকোণা তেরী বাজারস্থ সেক্টর কমান্ডার ফোরামের কার্যালয়ে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা অরুণ রঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক অধ্যাপক ননী গোপাল সরকার, প্রিয়ঙ্কর বিশ্বাস তন্ময়, দেশ টিভির সাংবাদিক মাহমুদুল হাসান খোকন, শাহনাজ পারভীন, সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা অরুণ রঞ্জন সরকারকে সভাপতি ও প্রিয়ঙ্কর বিশ্বাস তন্ময়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সুজন রায়কে মনন শিক্ষা ও সংস্কৃতি সংসদের পক্ষ থেকে বিশেষ সম্মননা দেয়া হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।