গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও খুনিদের ফাঁসির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: ২০০৪ সালে ২১ আগস্ট বিএনপি জোট সরকারের পৃষ্ঠপোষকতা ও বর্বর গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শুক্রবার দুপুরে মানববন্ধন হয়েছে। এসময় গ্রেনেড হামলায় জড়িত খুনিদের ফাঁিসর দাবিও করা হয়।
নেত্রকোণা শহরের পৌরসড়কে জেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সোবায়েল আহমেদ খান, জেলা ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম খান শুভ্র সহ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক সোবায়েল আহমেদ খান বক্তব্যে বলেন, ২১ আগস্ট বিএনপি জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলা ছিল বিএনপি জোট সরকারের পৃষ্ঠপোষকতা সরকারের পূর্বপরিকল্পিত। ঘটনার প্রধান পরিকল্পনাকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনাসহ মামলায় সাজাপ্রাপ্ত আসামীদের অবিলম্বে সাজা কার্যকর করার আহ্বান জানান তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।