মুক্তিযুদ্ধের চেতনায় সাহিত্যকে সমৃদ্ধ করতে হবে-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে স্বাধীন বাংলাদেশে সাহিত্যের প্রসার বা বিস্তৃতি ঘটেছে। মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের সাহিত্যকে আরো অধিক সমৃদ্ধ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজির রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে এদেশে সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটেছে। মুক্তিযুদ্ধ এদেশের কবি সাহিত্যিকদের সাহিত্য সাধনার বিশাল খোরাক। এক কেন্দ্র করে আমাদের দেশের লেখকগণ ব্যাপক হারে তাদের লেখাকে সমৃদ্ধ করছেন এবং নতুন নতুন সাহিত্যকর্ম পাচ্ছি। একে ধরে রাখতে হবে। সাহিত্য যুব সমাজকে খারাপ কিছু থেকে দূরে রাখতে পারে। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণার পাবলিক লাইব্রেরী চত্বরের বকুল তলায় সাহিত্য সমাজ আয়োজিত দুদিনব্যাপী বসন্ত উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোণা হচ্ছে হাওর বাওরের জেলা। ভাটি বাঙলার জেলা হিসাবে এখানে কবি সাহিত্যিকদের স্থান যেমন আছে, তেমনি সাহিত্য রচনায় অন্যতম প্রাণ কেন্দ্র এই জেলা। কারণ মহুয়া মলুয়ার জেলা নেত্রকোণা। তিনি সাহিত্য সমাজ কর্তৃক টানা ২৪ বছর যাবৎ বসন্ত উৎসব উদযাপনকে সংস্কৃতির ক্ষেত্রে বিশাল একটি মাইল ফলক হিসাবে চিহ্নিত করেন। এধারা অব্যাহত রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় এদেশের সাহিত্যকে আরো অধিক সমৃদ্ধ করার জন্য কবি সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান। পরে তিনি দেশের প্রতিথযশা সাবেক সচিব কবি কামাল চৌধুরীর হাতে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার তুলে দেন।সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেশ বরেণ্য লেখক অধ্যাপক যতীন সরকার, শেখ হাসিনা পাবলিক বিশ^বিদ্যালয়ের ভিসি মোঃ রফিক উল্লাহ খান, কবি নাসির আহমেদ, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার একেএম আশরাফুল আলম এবং কবি স্নিগ্ধা বাউল। এর আগে কবি ‘কামাল চৌধুরীর কাব্য ভবনা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন কবি সরোজ মোস্তফা। উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্নী সাহা, বনি আদম, মোস্তফা মামুন, কবি শামীমুল হক শামীম প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।