মদনে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

মদন প্রতিনিধি: নেত্রকোনার মদনে ইভটিজিং করায় রুমন (১৮) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার মদন বাজারের কাজী জসীম উদ্দিনের বাড়ির সামনে ভ্রাম্যমান আদালত বসিয়ে ইউএনও মোঃ ওয়ালীউল হাসান এ রায় দেন। রুমন মদন উপজেলার চানগাও ইউনিয়নের শাহাপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

জানাযায়, জেএসসি-জেডিসি পরীক্ষা চলাকালীন সময়ে মদন বাজারের সোনালী ব্যাংক কার্যালয়ের সামনের সড়কে জামিয়া হাফসা (রা) কওমি মহিলা মাদ্রাসার ৭ম শ্রেনির এক ছাত্রীকে রুমন চিঠি দিয়ে প্রেম নিবেদন করে পিছু ধাওয়া করলে বিষয়টি জনতার নজরে আসে এবং তাকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে রুমনকে আটক করে ইউএনও কে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

এস আই নূরুল আমীন জানান, দন্ডপ্রাপ্ত আসামি রুমনকে শনিবার নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।