মদনে গুচ্ছ গ্রামে ঘর পেল ৫০টি হতদরিদ্র পরিবার

মদন প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলার ৪ নং গোবিন্দ্রশ্রী ইউনিয়নের গুচ্ছ গ্রামের ঘর পেল ৫০ হতদরিদ্র পরিবার। বুধবার গোবিন্দ্রশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মাইকিং এর মাধ্যমে লোকজন জমায়েত করে প্রকাশ্যে উপকার ভোগীর যাচাই-বাচাই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ৬৪ জন উপকার ভোগী আবেদন করলে ৫০ হতদরিদ্র ভূমিহীন পরিবার বাচাই করা হয়। গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম (ছদ্দু মিয়ার) সভাপতিত্বে অনুষ্ঠানে ইউএনও মোঃ ওয়ালীউল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র বণিক, কৃষি কর্মকর্তা গোলাম রাসূল, সমকাল মদন প্রতিনিধি মোতাহার আলম চৌধুরী, ইউপি সচিব রতন মিয়া, হিরণ মিয়া, সংশ্লিষ্ট তহশিলদার, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২য় পর্যায়ের গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ৮৪লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। অচিরেই উপকার ভোগীদের মাঝে গুচ্ছ গ্রামের ঘরের চাবি হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।