আটপাড়ায় মাছের পোনা অবমুক্ত করলেন সাংসদ

আটপাড়া প্রতিনিধি: ‘মাছে ভাতে গড়ব দেশ, বঙ্গবন্ধুর’ বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোণার আটপাড়ায় মৎস্য অফিসের উদ্যোগে শুক্রবার মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় উপজেলার ৬টি প্রাতিষ্ঠানিক পুকুরে ১ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। অন্যান্যদের উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড. তপন কুমার পাল, জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজ সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ ফেরদৌস, মৎস্য কর্মর্কতা রূপশ্রী দে, কৃষি কর্মকর্তা মো: মাসুদুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু, এম.পি প্রতিনিধি আরিফুজ্জামান খান টিটু, আ’লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। পোনা মাছ অবমুক্ত করা পুকুর গুলো হলো উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয় পুকুর, সুতারপুর মাদ্রাসা পুকুর ও আটপাড়া থানা শহীদ স্মরণিকা বালিকা বিদ্যালয় পুকুর।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।