নেত্রকোণায় পৌর সার্ভিস এসোসিয়েশনের কর্মবিরতি

মোঃ তোফাইল ইসলাম শাহীন: পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধাদি রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহবানে সারাদেশের ন্যায় গতকাল রবিবার নেত্রকোণা পৌর সার্ভিস এসোসিয়েশনের অংশগ্রহনে ৪৮ ঘন্টা কর্মবিরতীর ১মদিন পালিত হয়েছে। ১ম দিন কর্মবিরতিতে বক্তব্য রাখেন, নেত্রকোণা পৌরসভা ইউনিট কমিটির সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার মিলন, জেলা কমিটির সভাপতি কাজী নুরন নবী, সাধারণ সম্পাদক কামরুল হাসান মামুন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ইউনিট কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক খান টিপু, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল হাসানাত শরীফ,এসেসর গিয়াস উদ্দিন,সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম সহকারী লাইসেন্স পরিদর্শক সুব্রত রায় টিটু প্রমুখ, এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,নারী নেত্রী সুমনা রানী দত্ত, ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আল মাসুদ রাসেল, সুপার ভাইজার জাহাঙ্গীর আলম, হিসাব সহকারী আওরঙ্গ জেব, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম জনি, কামরুল আহসান, নন্দন দত্ত, নারী নেত্রী নুসরাত জাহান মুন, পিয়াংকা দত্ত, সম্পা সাহা,সৌরভ চৌধুরী,কাজী মনোয়ার,সুমনা রানী সাহা সহ পৌরসভার সর্বস্তরের কর্মচারীবৃন্দ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।