খালিয়াজুরীতে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

খালিয়াজুরী প্রতিনিধি: কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেই লক্ষ্যে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার খাদ্য গুদামে সরকারীভাবে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম আরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, নেত্রকোণা জেলা পরিষদের সদস্য গোলাম আবু ইছহাক, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আক্কাস আলী প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাজমুল হোসাইন জানান চলতি বছর কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৫৯৭ মে. টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।