নেত্রকোণায় দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা শহরের দক্ষিনাঞ্চল তথা চল্লিশা-ভায়া বনোয়াপাড়া (কেন্দুয়া সড়ক) দ্বিতীয় বাইপাস সড়ক নির্মানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা পৌরসভাও প্রেসক্লাব মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজিত বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ক্রমবর্ধমান শহরের দক্ষিনদিকে দ্বিতীয় বাইপাস সড়ক নির্মানের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জনউদ্যোগ আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নেত্রকোণা জেলা কৃষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিসুর রহমান, আবু আব্বাস কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শাহ সুলতান কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ শাহ আলম, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান, সাংবাদিক ম,কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, সাংবাদিক একেএম আব্দুল্লাহ এবং এআরএফবির চেয়ারম্যান দিলওয়ার খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।