
দেলোয়ার হোসেন,ময়মনসিংহ: এ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স ক্যাডেটস (এ্যামেক) উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প হয়েছে ময়মনসিংহে।
শুক্রবার জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল নয়টায় শুরু বিকাল তিনটা পর্যন্ত চলে ক্যাম্প। এতে বিভিন্ন বয়সের মানুষের ফ্রি চিকিৎসা ও ওষুধ দেয়া হয়।
আয়োজকরা জানান, প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন তারা। এতে অংশ নেয় ৩৩ জন চিকিৎসক।
তারা আরো জানান, ক্যাম্পে মহিলাদের জন্য গাইনি চিকিৎসক দ্বারা সেবা, বাচ্চাদের চিকিৎসাসেবা, হাঁচি-কাশি, চর্ম ও দন্ত রোগের চিকিৎসা দেয়া হয়।
উল্লেখ্য, এ্যামেক দেশের বিভিন্ন এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র, বন্যার্তদের মধ্যে ত্রাণ ও খাদ্য বিতরণ, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতাসহসহ নানা সেবামূলক কাজের আয়োজন করে আসছে।