নেত্রকোণার হাইজদা বাঁধ প‌রিদর্শন করলেন পা‌নি সম্পদ প্র‌তিমন্ত্রী জা‌হিদ ফারুক

স্টাফ রির্পোটার: বুধবার দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাইজদা প্রকল্পের বাঁধ পরিদর্শন করেছেন পা‌নি সম্পদ মন্ত্রনাল‌য়ের প্র‌তিমন্ত্রী জা‌হিদ ফারুক এম‌পি । এসময় উপস্থিত ছিলেন বাংলা‌দেশ পা‌নি উন্নয়ন বোর্ডরে মহাপ‌রিচালক প্র‌কৌশলী মোঃ মাহফুজুর রহমান, অ‌তি‌রিক্ত স‌চিব মাহমুদুল ইসলাম , পা‌নি সম্পদ মন্ত্রনাল‌য়ের যুগ্ন প্রধান মন্টু কুমার বিশ্বাস, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান সহ সুনামগঞ্জ ও নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী সুনামগন্জ জেলার হাওর এলাকার কাজ প‌রিদর্শ‌ন করেন। প্রতিমন্ত্রী আক‌স্মিক ভা‌বে মোহনগন্জ উপ‌জেলার হাইজদা প্রকল্পের বাধঁ প‌রিদর্শন করেন। এসময় হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধও পরিদর্শন করেন।
বাঁধ পরিদর্শন করেন পা‌নি সম্পদ প্র‌তিমন্ত্রী জা‌হিদ ফারুক, চলমান কাজে সন্তোষ প্রকাশ করে, কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশনা দেন।
হাইজদা প্রকল্পের ৫.৬ কিলোমিটার অংশ ৪৭ কোটি টাকা ব্যয়ে কাজ চলমান রয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।