নেত্রকোণায় অপরাধী সংশোেনের লক্ষ্যে হাজতী-কয়েদীদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি: অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি নেত্রকোণা এর অর্থায়নে সোমবার নেত্রকোণা জেলা কারাগারে আটক কয়েদী এবং হাজতিদের জন্য এক মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।
নেত্রকোণা জেলা কারাগারের প্রশিক্ষন কক্ষে প্রশিক্ষনপ্রাপ্ত প্রত্যেকের হাতে সনদপত্র তুলে দেন নেত্রকোণার জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন, নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দস, নেত্রকোণা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি এডভোকেট রাসেল আহমেদ খান প্রমুখ।
নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দস জানান, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি উদ্যোগে মোট ৫০ জন হাজতী ও কয়েদীদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেয়া হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।