নাটোরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নাটোর প্রতিনিধি: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে নাটোরে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮ টায় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। এছাড়াও দিবসটি উপলক্ষে আওয়ামীলীগ শহরের কান্দিভিটুয়া দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে। নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে দলীয় নেতা-কর্মীদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় নিরবতা পালন করা হয়। এছাড়া গুরুদাসপুরে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও বাগাতিপাড়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল স্থানীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।