
বিশেষ প্রতিনিধি: এখনই সময় অঙ্গীকার করার যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার এ শ্লোগানকে সামনে রেখে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ, ডেমিয়েন ফাউন্ডেশন ও জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব এর যৌথ আয়োজনে রোববার নেত্রকোণায় পালিত হয়েছে বিশ্ব যক্ষা দিবস। যক্ষা দিবস পালন উপলক্ষে সকাল ৯টায় নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রমুখ। আলোচনা সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন, জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তোফাইল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সম্মানিত সদস্য সালাহ উদ্দিন খান রুবেল, ডেমিয়েন ফাউন্ডেশনের এফসি সহিদুল ইসলাম, টিএলসিএ বিউটি রানী সরকার ও ত্রিদিব ঘোষ, এটিএল সিএ সুলতানা কামাল ও এফ ডব্লিও এমদাদুল হক প্রমুখ।