
ময়মননিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে আট জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- জুয়াড়ি মোহাম্মদ আলী (৩৫), সেলিম মিয়া (২৬), সোহরাব আলী (৩২), সেলিম (৩৫),নাজিম উদ্দিন (৫২), আলম মিয়া (৪০), মিলন মিয়া (২৬), তফিল মিয়া (৫৫), মাদক ব্যবসায়ী মাসুদ রানা (২১) ও উজ্জল মিয়া (২৪)।
রোববার বিকেলে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ সদরের বোররচর এলাকা থেকে নগদ ১ হাজার ৪০০ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ওই আটজনকে গ্রেফতার করা হয়।’
এছাড়াও শম্ভুগঞ্জ এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।