কলমাকান্দায় জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত 

কলমাকান্দা প্রতিনিধি : সারাদেশ ন্যায় নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি,আলোচনার সভা, রচনা, কুইজ ও চিত্রাঙ্গন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯৯ তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাকির হোসনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. ফখরুল ইসলাম ফিরোজ।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ; উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, মুক্তিযোদ্ধা সুলতান গিয়াস উদ্দীন, ওসি মোঃ মাজহারুল করিম, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম,ইউপি’র চেয়ারম্যান একেএম হাদিউজ্জামান হাদিস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও শিক্ষার্থী মাহিবী হাসান মাহী প্রমূখ।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের  মাঝে পুরস্কার  প্রদান করা হয়।
এসময় উপজেলার কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়, কলমাকান্দা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, কলমাকান্দা থানাসহ নানা শ্রেণীর পেশার লোকজন অংশ নেন।
অপরদিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আলোচনা সভা, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও হাসপাতালে উন্নত খাবার পরিবেশনের মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়।
এসময় উপস্হিত  ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ মো.আল মামুন, উপ-কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, ইমামুল হাসান, ল্যাব টেকনিশিয়ান মোঃ নুরুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সুজিতা ঘাগ্রা প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।