
বিশেষ প্রতিনিধি:“সঞ্চয় সমৃদ্ধির সোপান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় সঞ্চয় সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা সঞ্চয় কার্যালয়ের উদ্যোগে ছোট বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের তেরী বাজার, বড় বাজার হয়ে জেলা সঞ্চয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ এস আশরাফুল আলম, জেলা সঞ্চয় কার্যালয়ের সহকারী পরিচালক ফারহান ফাত্তাহ্ প্রমুখ। র্যালিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহণ করে। পরে কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্যদিয়ে সঞ্চয় সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।