
বিশেষ প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জেলা প্রেসক্লাবের সহ-সভপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা উদ্ধোধন করেন ক্লাবের অপর সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান। বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র এবং প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ এম হামিদ খান, সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক মাহবুবল কিবরিয়া চৌধুরী হেলিম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লিটন ধর গুপ্ত এবং সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, কামাল হোসেন, আলপনা বেগম এবং দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক এডভোকেট হাবিবুর রহমান এবং সাবেক সদস্য সচিব এম ফখরুল হক। রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার চারটি গ্রুপে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে।