
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা পৌর শহরের চকপাড়া এলাকায় নেত্রকোণা পৌর সভার অর্থায়নে নির্মিত নেত্রকোণা পৌর মিনি পার্কের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে নেত্রকোণা পৌর মিনি পার্কের শুভ উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
উন্নয়নের রুপকার, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সভার ভারপ্রাপ্ত সার্ভেয়ার রফিকুল ইসলাম হাওলাদার মিলন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে
বাংলাদেশ সরকারী কর্মকমিশনের সদস্য উজ্জল বিকাশ দত্ত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র-১ আমীর বাশার, প্যানেল মেয়র-২ শেখ হেলাল উদ্দিন নির্বাহী প্রকৌশলী কাজী নুরন নবীসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ পৌর সভার কর্মকর্তা/ কর্মচারী, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।