
বিশেষ প্রতিনিধি: ঋতুরাজ বসন্তের আগমন উপলক্ষে নেত্রকোণা সরকারি মহিলা কলেজে বুধবার দিনব্যাপী পিঠা উৎসব, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসব উদ্ধোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। আলোচনা করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক শামসুন্নাহার খানম এবং জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল। আলোচনা শেষে সঙ্গীতও নৃত্য পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। কলেজের বিভিন্ন বিভাগ থেকে ২০টি পিঠার স্টল স্থাপন করা হয়।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান।