
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলা আইন শৃংখলা কমিটির এক সভা রবিবার জেলা প্রশসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী,জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান,পৌর মেয়র নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমীন,রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম।
সভায় অসীম কুমার উকিল জেলায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনকালীন সময়ে যে ইসতেহার দিয়েছে তা বাস্তবায়ন হবে। তিনি সকলকে এই ইসতেহার বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।