নেত্রকোণা-২ আসনের বিজয়ী খসরুকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি: এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গেলো সময়ে বেশ কয়েকটি ব্রীজ নির্মাণ,রাস্থাঘাটের ব্যাপক উন্নয়ন,পল্লী বিদ্যুতের সংযোগ, শিক্ষা প্রতিষ্টানের সংস্কার,নতুন ভবন ও প্রতিষ্টাসহ নির্বাচনী ঐলাকার ব্যাপক উন্নয়নের ফলাফল স্বরূপ জেলার সর্বোচ্চো ভোট পেয়ে নির্বাচিত হলেন নেত্রকোণা-২(সদর- বারহাট্রা) আসনে আওয়ামী লীগের আশরাফ আলী খান খসরু। তাঁর এই হ্যাটট্রিক জয়ে এলাকার সমর্থকসহ দলীয় নেতাকর্মীগণ একাদশ জাতীয় সংসদে মন্ত্রী সভার সদস্য হিসেবে দেখতে চান। এনিয়ে এরি মধ্যে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে তাকে দেখতে চেয়ে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে দাবী উঠেছে।
নেত্রকোণা রিটার্নিং কর্মকর্তা মঈনউল ইসলাম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশরাফ আলী খান খসরু ২ লাখ ৮৩ হাজার ১৮০ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির আনোয়ারুল হক পান ৩০ হাজার ৩৭০ ভোট।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এর আগে ২০০৮ সালে এই আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন খানকে ৮৬ হাজার ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এই আসনটিতে এতো বড় ব্যাবধানে প্রতিদ্বন্ধিকে হারানোর রেকর্ড তাঁরই ছিল। এবার ২ লাখ ৫২ হাজার ৮১০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্ধিকে হারিয়ে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনে জয়লাভ করায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণার শত-শত মুক্তিযুদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নব-নির্বাচিত সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেয়ায় দেশের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ।

এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন,টানা তিনবারসহ চারবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিপুল উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।