ময়মনসিংহ-৭ আসনে মহাজোটের প্রার্থী রুহুল আমীন মাদানী ঐক্যফ্রন্টের জয়নাল আবেদীন

ত্রিশাল প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে মহাজোটে নৌকার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ ও আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী। অপরদিকে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত মনোনয়নপত্র পেয়েছেন উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন।
মহাজোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মীরা। অপরদিকে স্থানীয় প্রার্থী হওয়ায় নেতা-কর্মীদের মাঝে ফিরেছে প্রাচাঞ্চল্য।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আলহাজ্ব জয়নাল আবেদীনকে মনোনয়ন দেয়াই দলীয় নেতা-কর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। উভয় প্রার্থীই স্থানীয়ভাবে জনপ্রিয় হওয়াই তাদের মনোনয়নের সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
১৯৯৬ সালে আওয়ামীলী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাদানীর স্থানীয় ভাবে রয়েছে জনপ্রিয়তা আর ২০১৪ সালে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া জয়নাল আবেদীনেরও রয়েছে জনপ্রিয়তায়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।