
বিশেষ প্রতিনিধি: গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য গাঁথা নিয়ে নেত্রকোণার কেন্দুয়ায় মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ফতেহপুর গ্রামে কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে গ্রামের সাধারণ নারীদের কাছে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কল্যাণী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেহানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সেলিনা জাহান সুমী, পৌর যুব মহিলা লীগের সভাপতি বিলকিস আক্তার জবা, যুব মহিলা লীগের নেত্রী মিতু তালুকদার সহ স্থানীয় যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।