
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় জাতীয় বিদ্যুত ও জ্বালানি সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে পল্লীবিদ্যুত ও পিডিবি যৌথ উদ্যোগে বের হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, নেত্রকোণা পল্লী বিদ্যুত সমিতির জিএম মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠুসহ অন্যরা।
বক্তারা বলেন, বর্তমান সরকার বিদ্যুতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত হবে।