কেন্দুয়া-আটপড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

কেন্দুয়া প্রতিনিধি: ঈদ উল আযহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় গত এক সপ্তাহে দলীয় নেতাকর্মী, সুশীল সমাজের লোকজন ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ব্যাপক গণসংযোগ করেছেন,নেত্রকোণা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল। তৃণমূলে অত্যন্ত জনপ্রিয় ও স্থানীয় প্রভাবশালী এই নেতা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গত ২১ আগস্ট আটপাড়া উপজেলা বিএনপি নেতাদের সাথে ঈদের শুভেচ্ছাও মতবিনিময় করেন। এ সময় আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী মাস্টার ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান মনুসহ সর্বস্তরের নেতারা উপস্থিত ছিলেন। ঈদের পরের দিন ২৩ আগস্ট তিনি সাবেক এমপি প্রয়াত নূরুল আমিন তালুকদারের আটপাড়া উপজেলার সুখারী গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। একইদিন তিনি আটপাড়া উপজেলার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন এবংকেন্দুয়া উপজেলার রামপুর বাজার, কৃষ্ণরামপুর বাজার ও গোপালপুর বাজারে গণসংযোগ করেন। পরদিন ২৪ আগস্ট কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের নয়াপাড়া বাজারে মতবিনিময় ও গণসংযোগ করেন এবং ২৫ আগস্ট আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের বাঁশাটি গ্রামে বিএনপি নেতার স্ত্রীর জানাজায় অংশ নেন। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই ভূইয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সনজুর রহমান ভূইয়া, পৌর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা যুবদলের সভাপতি ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আহমেদ ও উপজেলা ছাত্রদল নেতা এমএ মতিন রুমেনসহ দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।