
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জে বাস ড্রাইভারকে মারধর করার প্রতিবাদে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন।
গত ৬ আগষ্ট ঢাকা থেকে কিশোরগঞ্জ আসার পথে যাতায়ত পরিবহনের ড্রাইভার মিজান কে মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ মারধর করেন । এর প্রতিবাদে শ্রমিকরা বিচার দাবী করে আজ আন্তজেলা বাস টার্মিনাল থেকে সকল রোডে বাস চলাচল বন্ধ করে দেয় । ড্রাইভার মিজান জানায় নির্দিষ্ট গতিতে বাস চালিয়ে কিশোরগঞ্জ আসছিলাম কিন্তু আমি যেন আরো দ্রুত গতিতে বাস চালাই সে জন্য আমার উপর চাপ প্রয়োগ করে । আমি প্রতিবাদ করে বলি এর চেয়ে বেশি দ্রুত চালালে দূর্ঘটনা ঘটতে পারে । একথা বলায় আমাকে মারধর করে । আমরা এর বিচার চাই । সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল বাস বন্ধ থাকবে ।