কেন্দুয়ায় শহীদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন

কেন্দুয়া প্রতিনিধি: মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে একযোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বড় পর্দায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ শোনার পর কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মুকতারিুল আহমেদ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষরোপন করা হয়। এর আগে বৃক্ষরোপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুকতারিুল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।