কেন্দুয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে

মো. জিয়াউর রহমান, কেন্দুয়া : নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাজিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম। যে কোনো সময় ভবনের ছাদ ও ভিমের পলেস্তারা ধসে ঘটনে পারে বড় ধরনের দুর্ঘটনা। ফলে চরম আতঙ্গে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। গত শনিবার ক্লাস চলাকালে দুপুর ১২টার দিকে হঠাৎ পঞ্চম শ্রেণি কক্ষের ছাদের ভিমের অংশ বিশেষ ভেঙে পড়ে। এ সময় ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে গিয়ে আশ্রয় নেয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের ভবনটির বিষয়ে প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভূইয়া গত কয়েক মাস পূর্বে বিদ্যালয়ের গ্রেডিং সম্পর্কিত এক সেমিনারে উপস্থাপন করলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ অদ্যাবধি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম ভূইয়া জানান, ১৯৮৭ সালে সাজিউড়া গ্রামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৯৫ সালে নির্মাণ করা হয় পাকা ভবন। কিন্তু ভবন নির্মাণের ২৩ বছর না যেতেই ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৪৬ জন শিক্ষার্থীর জন্য ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন জানিয়ে বলেন, শনিবার দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ ছাদের ভিম ভেঙে পড়ে। এ সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে আল্লাহ আমাদের শিশুদের রক্ষা করেছেন। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সবাই চরম আতঙ্কের মধ্যে আছি। তাই অচিরেই একটি নতুন ভবন নির্মাণ করা অত্যাবশ্যক এবং ঝুঁকিপূর্ণ এ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা দরকার। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক জানান, সাজিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ভিম ভেঙে পড়ার খবর পেয়ে রবিবার সহকারি শিক্ষা অফিসার গোলাম রব্বানীকে ওই বিদ্যালয় ভবনটি পরিদর্শন করতে পাঠানো হয়। তিনি পরিদর্শন করে প্রতিবেদন দিলে তা উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হবে। তবে উপজেলা প্রকৌশলী ভবনটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বললে আমরা তা পরিত্যক্ত ঘোষণা করব।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।