মদনে দু’পক্ষে সংঘর্ষে নারীসহ আহত ১২

মদন প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলা কাইটাইল ্ইউনিয়নের জয়পাশা গ্রামে চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে এক সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত শহিদ মিয়াকে মদন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকী আহত নারগিছ আক্তার (৩০),অলি মিয়া (৩০),রাবিয়া আক্তার (৫৫),শফিকুল ইসলাম (২০),অরবুলা আক্তার (২৫),আজাত মিয়া (৪০),সাবানা আক্তার (৩৫)কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,জয়পাশা গ্রামের আজাদ মিয়া তার চাচা সাত্তারের নিকট থেকে ১৯৭১ সালে বাড়ীর সামনের ৫ শতক জমি রেজিঃ না করে ক্রয় করেন। দীর্ঘদিনে ও চাচা ভাতিজাকে জমি রেজিঃ করে না দিয়ে জমি বন্ধক দিয়েছে বলে স্থানীয় মাতাব্বরগণকে জানান। এ নিয়ে রোববার রাতে তাদের বাড়িতে এক সালিশ বৈঠক বসে। বৈঠকের সিন্ধান্ত মোতাবেক চাচাতো ভাইয়েরা জমির বন্ধক বাবদ ১২শ টাকা সোমবার সকালে ফেরত দিতে গেলে উত্তেজিত হয়ে আজাদ তাদের ওপর চড়াও হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি (তদন্ত) মোঃ শাহনূর এ আলম জানান, সংঘর্ষের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।