সুনামগঞ্জ সীমান্তে পৌণে ২ কেজি নকল স্বর্ণের বার সহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

সিলেট প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে প্রায় পৌণে দু’কেজির অধিক পরিমাণ নকল স্বর্ণের বার সহ বিজিবি প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে।’ শুক্রবার সন্ধায় -২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়েগড় বিওপির বিজিবির টহল দল সীমান্তের জিরো লাইন থেকে ৮ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকায় প্রতারক চক্রের সদস্যদেরকে আটক করে।’
আটকৃতরা হল, জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় গ্রামের আবদুর রশীদের ছেলে বিষু মিয়া (৪৫), একই জেলার পাার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের মৃত বাবর আলী মীরের ছেলে জাহেদ আলী মীর (৫০), পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খইলাটি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আবদুর রহিম (৪০), একই জেলার একই উপজেলার সিদলী বন্নেপাড়ার মৃত আসির উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৫৫)।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাসির উদ্দিন আহমেদ শুক্রবার রাতে জানান, প্রতারক চক্রের সদস্যরা স্থানীয় লাউড়েরগড় এলাকার দু’ প্রতারকের মাধ্যমে শুক্রবার সন্ধায় সোয় ৬টার দিকে নকল স্বর্ণের বারকে আসল স্বর্ণ বলে সীমান্ত এলাকায় বিক্রির জন্য সন্দেহজনক ভাবে ঘোরাফেরা কালে বিজিবির টহল দল তাদেরকে আটক করে তল্লাশী কালে প্রায় ১ কেজি ৮’শ গ্রাম ওজনের নকল স্বর্ণের ৪টি বার উদ্ধার করে তাদের তাহিরপুর থানা পুলিশে সোপর্দ করেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।