
বিশেষ প্রতিনিধি: “চলো সবাই সঞ্চয় করি,ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি” শ্লোগানে জেলা সঞ্চয় অফিসের সহযোগিতায় নেত্রকোণায় জাতীয় সঞ্চয় সপ্তাহ পালিত হয়েছে।
সঞ্চয় সপ্তাহ উপলক্ষ্যে সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজার জেলা সঞ্চয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার এসএম শাজাহান,অধ্যাপক মতিন্দ্র সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
পরে জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক ফারহান ফাত্তাহ এর সভাপত্বি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার এসএম শাজাহান,অধ্যাপক মতিন্দ্র সরকার সহ অন্যান্যরা।
এসময় বক্তারা সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বি হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ায় অংশ নেয়ার আহ্বান জানান।