
বিশেষ প্রতিনিধি: মোহনগঞ্জ থানা পুলিশ গত সোমবার রাতে পৌর এলাকার উত্তর দৌলতপুর এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সেলিম আহম্মেদ (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মোহনগঞ্জ থানার এস আই জুবায়ের জানান, উত্তর দৌলতপুর এলাকার গোলাম কিবরিয়া ঠাকুরের পুত্র সেলিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসার পাশের রাস্তা থেকে ২৫পিস ইয়াবাসহ সেলিমকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাকে আদালত সোপর্দ করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।